১২ মে, ২০২০ ২২:১৭
মৌলভীবাজারের জুড়ীতে ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা বিএনপি। ত্রাণসামগ্রী বিতরণ করেন বিগত সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন মিঠু।
মঙ্গলবার (১২ মে) দশ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসেবে পশ্চিম জুড়ী ইউনিয়নের পরিবারগুলোর মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু, সহসভাপতি ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সহসভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মোহাইমিন শামীম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোস্তাকিম হোসেন বাবুল, ফাতির আলী, শ্রমিকদল নেতা মোস্তাকিম আহমদ, ছাত্রদল নেতা জাইদুল ইসলাম, সোহেল আহমদ প্রমুখ।
উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে নাসির উদ্দিন মিঠুর অর্থায়নে করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। উপজেলার ৬টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হবে এবং পুরো রমজান মাস জুড়ে এ কাজ অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য