১৫ মে, ২০২০ ১৫:৫৮
মৌলভীবাজারের কুলাউড়ার টিলাগাঁওয়ে প্রবাসীদের উদ্যোগে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৪ মে) করোনা মহামারীতে লকডাউনের জন্য বিপাকে পড়া টিলাগাঁওয় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালিয়া, আশ্রয়গ্রাম, ইছবপুর, জালালপুর, সালন গ্রামের নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের অসহায়-কর্মহীন পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
খাদ্য সহায়তার আওতায় আসা ২৪৫টি পরিবারকে ১২ কেজি চাল এবং নগদ এক হাজার টাকা প্রদান করা হয়।
উদ্যোগী প্রবাসীরা হলেন মো. তোফায়েল আহমেদ তানভীর, রাফিউজ্জামান খান রুহেল, মিসবাউর রহমান এনাম, তায়েফুর রহমান বাবু, আসাদুজ্জামান খান, আবুল কালাম চৌধুরী (মনি), খায়রুল আলম রাসেল, প্রদীপ কুমার দে। প্রবাসী এবং স্থানীয়দের অৰ্থায়ন ছাড়াও ত্রাণ বিতরণে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেন আব্দুল খালিক মাস্টার, খোরশেদ আলম, আব্দুস সালাম চৌধুরী, সামুন আহমেদ, আল আমিন হোসেন, মাপ্পু, তাজুল ইসলাম, মোক্তাদির চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য