
১৫ মে, ২০২০ ২২:২৪
দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমন ও প্রাদুর্ভাবে অসহায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ব্যুরো বাংলাদেশ সিলেট অঞ্চল।
১৪ মে বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন কার্যালয়ে এ সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেটর আফসর আহমদ। ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ব্যুরো বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো সমর আলী ফকির, এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন,ইব্রাহিম মিয়া , রেজাউল করিম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আফছর আহমদ বলেন, করোনার এই আপদ কালীন সময়ে ব্যুরো বাংলাদেশ খাদ্যসামগ্রী নিয়ে আমার ইউনিয়নের দরিদ্র অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে। আমি তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক মো সমর আলী ফকির বলেন, বাংলাদেশের যে কোন দুর্যোগময় মুহুর্তে ব্যুরো বাংলাদেশ তার সাধ্যমত চেষ্ঠা করে অসহায় মানুষের পাশে দাড়াতে। আমরা সিলেট বিভাগের চারটি জেলায় ১৭০০ পরিবারের মধ্যে ক্রমান্বয়ে এই ত্রান সামগ্রী বিতরণ করবো।
আপনার মন্তব্য