সংবাদ বিজ্ঞপ্তি

১৬ মে, ২০২০ ০০:২৫

নগরীতে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন আবদুল মনাফের পরিবার

সিলেট নগরীর ২৪ নং ওয়ার্ডের ১২০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন তেররতন এলাকার আব্দুল মনাফের পরিবার। প্রতিরাতেই এলাকার সকলের জন্য এ উপহার সামগ্রী নিয়ে ঘরে ঘরে হাজির হচ্ছে এ পরিবারের সদস্যরা।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের কারণে ২৬ মার্চ থেকে বাংলাদেশ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেন। দৈনিক মজুরি হারে কর্মরত ও আর্থিকভাবে অসচ্ছল কর্মচারীদের কথা চিন্তা করে তাদের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পন্যসহ নগদ অর্থ বিতরণ করেন তার পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, রমজান মাসে সবাই সেহেরীতে একটু ভালো খাবার খেতে চায়, কিন্তু সমাজের অনেকেই আছে যারা একমুঠো ভাত জোগাড় করতে অনেক কষ্ট হচ্ছে, তাই সামাজিক দায়বদ্ধতা থেকে তারা এই উদ্যোগ গ্রহণ করেন। তাদের পরিবারের নিজস্ব সহায়তা তহবিল থেকে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, করোনাকালীন কোনো মানুষ কষ্ট ও দুর্ভোগের শিকার হবেন না আমরা সেই চেষ্টা করছি। তাদের এই উদ্যোগে এলাকার মানুষের মুখে সামান্য হাসি ফুটলে তারা সন্তুষ্ট হবেন বলেও জানান পরিবারের সদস্যরা ।

আপনার মন্তব্য

আলোচিত