স্পোর্টস ডেস্ক

২৩ মার্চ, ২০১৬ ২১:৫৯

আবারো সৌম্যর অসাধারণ ক্যাচ

ভালো ফিল্ডার হিসেবে আগেই সুনাম কুড়িয়েছিলেন বাংলাদেশের সৌম্য সরকার। ষষ্ঠ টি২০ বিশ্বকাপের খেলায় পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ হাফিজের ক্যাচটি তালুবন্দী করে দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্বসেরা ফিল্ডার জন্টি রোডসের প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার।

বুধবার বেঙ্গালুরুতে হার্ডিক পান্ডের দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দী করতে কোনো রকম ভুল করলেন না সৌম্য। এর আগে এই ম্যাচে একটি সহজ ক্যাচ হাতছাড়া করেন আল-আমিন হোসেন। বিরাট কোহলির দেয়া রিটার্ন ক্যাচটি ধরতে পারেননি এই ডানহাতি পেসার। সেখানে সেই আল-আমিনের বলে ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নিলেন সৌম্য।

ম্যাচের ১৫ ওভারের দ্বিতীয় এবং আল-আমিনের তৃতীয় ওভারে হার্ডিক পান্ডে স্কোয়ার লেগ দিয়ে পুল শটে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন। কিন্তু পান্ডের নেয়া ক্যাচটি অসাধারণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে তালুবন্দী করেন সৌম্য। সেই সঙ্গে চলমান বিশ্বকাপে দুটি অসধারণ ক্যাচ নেয়ার কীর্তি গড়লেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত