
২১ মার্চ, ২০১৫ ১৩:৩৯
৩৯৪ রানের টার্গেটে যে ওয়েষ্ট ইন্ডিজ পৌঁছাতে পারবে এমন আশা নিশ্চয়ই ক্লাইভ লয়েডও করেননি । খেলা তো কার্যত মধ্যবিরতিতেই শেষ হয়ে গেছে । যা একটু জল্পনা কল্পনা কিংবা অতি আশাবাদ ছিল ক্রিস গেইলকে নিয়ে । গেইল শুরুও করেছিলেন ঝড়ের গতিতে । কিন্তু পাহাড় টপকানোর মত ফিটনেস ছিল না বলেই মনে হয়েছে । ৩৩ বলে ৮ ছক্কা ও ২ চারে ৬১ রান করে যখন ট্রেন্ট বোল্টের বলে ক্রিস গেইল ফিরে যাচ্ছেন তখন যেন দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বিমানে চেপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছুলেন । বাদ বাকি যা থাকল তা কেবলই আনুষ্ঠানিকতা । ফলে ১৪৩ রানের বিশাল ব্যবধানে জিতে সেমিতে পা রাখল এবারের আসরের দুর্বার দুরন্ত নিউজিল্যান্ড ।
স্যামুয়েলসে আউটের পর গেইলের সাথে জুটি বাঁধা কার্টার আর স্যামী খেলে গেলেন মাঝারি মানের দুটি ইনিংস । শেষের দিকে অধিনায়ক জেসন হোল্ডার নির্ভার হয়ে পরজয়ের ব্যবধান কমাতে ব্যাট ঘুরালেন । তাতে তাঁর ব্যক্তিগত সংগ্রহ এল ২৪ বলে ৪২ রান । ৪৪ রানে ৪ উইকেট নিয়ে এই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি হবার দৌড়ে সবার থেকে অনেকটা এগিয়ে থাকলেন ট্রেন্ট বোল্ট ।
এর আগে মার্টিন গাপটিলের রেকর্ড ভাঙ্গা ২৩৭ রানের টার্নেডো বয়ে গেছে টেইলর-রোচ-হোল্ডারদের উপর । টস জেতা ব্লাকক্যাপসরা নিজেদের দেশে রানের পাহাড়ে উঠে শেষ চারের ফিক্সচার নিশ্চিত করে দিল । লাঘামহীন ক্যারিবিয়ান বোলিংকে তছনছ করে দক্ষিন আফ্রিকার সাথে যখন সেমিতে নামবে নিউজিল্যান্ড । নিশ্চিত হয়ে গেল নতুন একটি দল ফাইনাল খেলছেই ।
আপনার মন্তব্য