স্পোর্টস ডেস্ক

১৮ জুলাই, ২০১৬ ১২:৫৫

আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েও ‘কলঙ্কিত’ আফগানিস্তান

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে ২৩০ রানের টার্গেট তাড়া করা আয়ারল্যান্ডের ইনিংসের তখন ষষ্ঠ ওভারের খেলা চলছে।  এক্সট্রা কাভার দিয়ে বল বাউন্ডারির দিকে পাঠালেন আইরিশ ওপেনার এদ জয়েস। নিশ্চিত বাউন্ডারি ভেবে পিচের মাঝপথে দৌড় থামিয়ে দেন তিনি। মোহাম্মদ নবী বল কুড়িয়ে নিয়ে উইকেটরক্ষক আরমানের কাছে পাঠান। আরমান সেটি নন স্ট্রাইকে থাকা বোলার ইয়ামিন আহমাদজাইর কাছে দিলে তিনি বল হাতে স্টাম্প ভেঙে দেন।

মাঠের আম্পায়ার অ্যালান নেইল ও সি শামসুদ্দিন এটিকে আউট দিয়ে দেন। কিন্তু বলটি ঠেকানোর সময় মোহাম্মদ নবী বাউন্ডারি পার হয়ে গিয়েছিলেন। বিষয়টি জানার পর আম্পায়াররা আফগান অধিনায়ক আসগর স্টানিকজাইর কাছে আবেদন তুলে নিতে আহবান জানান। কিন্তু আসগর আবেদন তুলে নেননি। ম্যাচটিতে কোনো টিভি আম্পায়ার না থাকায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায়নি।

দিনশেষে ৭৯ রানের বড়  ব্যবধানে জিতেছে আফগানরা। তবু ক্রিকেটীয় স্পিরিট পরিপন্থি আচরণ দেখিয়ে কলঙ্কিত হল তাদের জয়।

রোববার বেলফাস্টে সিভিল সার্ভিস ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ ওভারে ১৫০ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় আয়ারল্যান্ডের। ফলে ৭৯ রানের বড়  ব্যবধানে জিতেছে আফগানরা।

আপনার মন্তব্য

আলোচিত