স্পোর্টস ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:৫০

পাঠকদের ভোটে সেরা মিরাজ-মোস্তাফিজ

পাঠকদের ভোটে ক্রিকইনফোর ২০১৬ সালের সেরা অভিষিক্ত ক্রিকেটার হয়েছেন মিরাজ। পুরস্কৃত হয়েছেন মোস্তাফিজও। বাঁহাতি পেসার পেয়েছেন ২০১৬ সালের সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সের পুরস্কার।

গত বছর মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই পুরস্কার জিতে গেছেন মিরাজ। চট্টগ্রাম টেস্টে অভিষেকেই ৭ উইকেট পাওয়ার পর ঢাকা টেস্টে ১২ উইকেট—ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক তিনি।

টি-টোয়েন্টিতে চমকে দেওয়া জসপ্রীত বুমরা, মাত্র দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করা করুণ নায়ার ও জয়ন্ত যাদব ছিলেন ক্রিকইনফোর সেরা অভিষিক্ত হওয়ার লড়াইয়ে। ছিলেন অস্ট্রেলিয়ার পিটার হ্যান্ডসকম্ব, নিউজিল্যান্ডের জিৎ রাভাল, দক্ষিণ আফ্রিকার স্টিভেন কুক, ওয়েস্ট ইন্ডিজের এলভিন লুইস, ইংল্যান্ডের হাসিব হামিদ ও কিটন জেনিংস! সবাইকে হারিয়ে শেষ পর্যন্ত বিজয়ী মিরাজ।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে কলকাতার ইডেন গার্ডেনে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ড অলআউট হয় ১৪৫ রানে। ‘ফিজ’ নেন ২২ রানে ৫ উইকেট। টি-টোয়েন্টিতে যেটি বাংলাদেশের হয়ে দ্বিতীয় সেরা বোলিং।

ম্যাচটা ৭৫ রানে হেরে যাওয়ায় মোস্তাফিজের আনন্দটা তখন হয়তো পূর্ণতা পায়নি। তবে তাঁর সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়তে পারে গতকাল পুরস্কার জিতে।

মোস্তাফিজের নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার ও ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
তথ্যসূত্র: ক্রিকইনফো

আপনার মন্তব্য

আলোচিত