স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:৪২

পাকিস্তানকে ক্রিকেটের জন্য নিরাপদ ভাবা পাগলামি: ইমরান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল লাহোরে আয়োজনের তীব্র বিরোধিতা করেছেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরান খান বলেনে, কিসের ভিত্তিতে পাকিস্তানে পিএসএলের ফাইনাল আয়োজন করতে চাওয়া হচ্ছে? এটা তো কোনো আন্তর্জাতিক ম্যাচও নয়।

পাকিস্তানের সামা টিভিতে এক টক শোতে  ইমরান খান বলেন, "পাকিস্তানের মাটিতে পিএসএলের ফাইনাল ম্যাচ আয়োজন ‘স্রেফ পাগলামি’।

তিনি বলেন, ‘খোদা না করুক ওই সময় লাহোরে যদি কোনো বোমা হামলা হয় না তাহলে পাকিস্তানে আরও ১০ বছর কোনো ক্রিকেট খেলা হবে না। পরিস্থিতি অনুসারে এখন এই সিদ্ধান্ত স্রেফ পাগলামি।’

রাজনৈতিক দল তেহরিক-ই-তালেবানের (পিটিআই) এই শীর্ষ নেতা আরও বলেন, ‘আমার মতে এটি একটি ভয়ংকর চিন্তা। এই ম্যাচ আয়োজন উপলক্ষে নিরাপত্তার জন্য হয়তো আমরা সেনাবাহিনী নামাব। সড়ক অবরোধ করে খেলা আয়োজন করব। এসব প্রক্রিয়া কোনো শুভবার্তা বয়ে আনবে না।’

আপনার মন্তব্য

আলোচিত