স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল, ২০১৭ ১৫:০৬

‘মেসি রিয়াল সন্ত্রাসের শিকার’

দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে দু্বারই তাদের লিগ শিরোপা জেতানো কোচ ফ্যাবিও ক্যাপেলো বলেছেন, লিওনেল মেসি রিয়াল সন্ত্রাসের শিকার। রোববারের (২৩ এপ্রিল) এল ক্ল্যাসিকোতে রিয়াল খেলোয়াড়দের অপেশাদার আচরণ নিয়ে এমন মন্তব্য করেন বর্তমানে রাশিয়ার দ্বায়িত্বে থাকা এ কোচ।

ক্যাপেলো জানান, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্ল্যাসিকোর প্রায় প্রতিটি ম্যাচেই তাদের খেলোয়াড়রা মেসিকে আঘাত করার চেষ্টা করে থাকেন। কড়া ট্যাকলের জন্য অধিকাংশ সময়েই লাল কার্ড দেখতে হয়েছে রিয়াল খেলায়াড়দের।

রোববারের ম্যাচে মেসিকে কড়া ট্যাকল দিতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। রিয়াল খেলোয়াড়দের এমন আচরণকে ‘ক্রিমিনাল’ চ্যালেঞ্জ' হিসাবে আখ্যায়িত করেছেন ক্যাপেলো।

ওই ম্যাচে মার্সেলোর কনুইয়ের আঘাতে রক্তাক্ত হয়েছেন মেসি। প্রথমার্ধে তিনবার তাকে কড়া ট্যাকল দিয়েছেন দলটির আরেক খেলোয়াড় ক্যাসিমিরো। আর দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিটে মেসিকে বাজেভাবে রুখতে গিয়ে তো লাল কার্ডই দেখতে হয়েছে রামোসকে। এল ক্ল্যাসিকোতে বাজে আচরণের কারণে রামোসের জন্য এটি ছিল পঞ্চম লাল কার্ড।

রিয়াল মাদ্রিদ পরিচালক এমিলো বুত্রাগুয়েনো রেফারির এমন সিদ্ধান্তকে বিতর্কিত বললেও সেটাকে যথার্থ বলে মনে করেন ক্যাপেলো। ফক্স স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে ক্যাপেলো বলেন, আপনি জানেন বার্নাব্যুতে প্রতিবারের ক্ল্যাসিকোতেই এমনটা হয়ে আসছে। এটা এমন হয় যে তারা প্রতিবারই মেসিকে আঘাত করার চেষ্টা করেছে এবং এটি সবসময় লাল কার্ড পাওয়ার মতো। চ্যালেঞ্জটি দেখুন। এটা একটি ক্রিমিনাল চ্যালেঞ্জ। পরিস্কার ফাউল। তার (রামোস) এমন শাস্তি সঠিক ছিল।

রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ইংল্যান্ডের মতো বড় দলের পর বর্তমানে রাশিয়ার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপেলো।

আপনার মন্তব্য

আলোচিত