ক্রীড়া প্রতিবেদক

০২ মে, ২০১৭ ১৪:৫৮

গুরুতর নয় তামিমের ইনজুরি

বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন আয়ারল্যান্ড সফর ও ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে এখন ইংল্যান্ডে আছেন টাইগাররা। ওখান থেকে প্রথমে স্ত্রীর অসুস্থতার কথা শুনে দেশে ছুটে এলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অন্যদিকে গত প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল খেলেননি ইনজুরির কারণে।

সব সংস্করণের ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক তামিমের ইনজুরি কতোটা গুরুতর? এই প্রশ্ন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তবে তামিমের ইনজুরি গুরুতর নয় বলেই  টাইগার ভক্তদের আশ্বস্ত করলেন  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

দেবাশীষের জানান, 'তামিম ইকবালের ইনজুরি সম্পর্কে অফিসিয়ালি এখনো আমাকে কিছু জানানো হয়নি। তবে আপনাদের কাছ থেকে শুনেছি। আমাদের কাছে বড় ইনজুরি মানে দেশে ফেরার মতো কিছু না হলেও অন্তত জানানো হয়।'

তামিমকে নিয়ে যাদের দুশ্চিন্তা সেটি দেবাশীষের শেষ কথাটা শুনলে পানির মতো পরিষ্কার হয়ে যায়, তিনি বলেন, 'ওইখানে হয়তো ওর একটা স্ক্যান হবে। তারপরই হয়তো আমাদের অফিসিয়ালি কিছু জানানো হবে।'

আপনার মন্তব্য

আলোচিত