স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০১৫ ১৫:৩৫

২ ম্যাচ নিষিদ্ধ চিগুম্বুরা

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে 'স্লো ওভার রেট'-এর কারণে জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বল করায় নিষেধাজ্ঞার এই শাস্তি পেলেন চিগুম্বুরা।
 
ম্যাচ রেফারি রোশান মাহানামা জানান, আইসিসির নিয়মে ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভারের বেশি কম বল করাটাকে ‘ওভার রেটের গুরুতর অপরাধ’ বিবেচনা করা হয়। এজন্যেই চিগুম্বুরাকে ২ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
 
এ কারণে পাকিস্তান সফরের শেষ দুই ওয়ানডেতে আর খেলতে পারবেন না প্রথম ম্যাচে ১১৭ রানের দারুণ ইনিংস খেলা চিগুম্বুরা। তবে ম্যাচটি ৪১ রানে হেরে যায় তারা।
 
ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে জিম্বাবুয়ে দলের অন্যান্য সদস্যদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত