ক্রীড়া প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০১৮ ২১:০২

নির্বাসিত স্টিভ স্মিথ খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে

বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে বিধ্বস্ত প্রাক্তন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। এক বছর দেশের হয়ে খেলতে পারবেন না। খেলা হবে না আইপিএলেও। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে অজি সাবেক অধিনায়ককে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে দলে নিতে চাইছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তাই সন্দেহহীন ভাবে বলা যায় এবারের বিপিএল আগের যেকোনো সময়ের চেয়ে অধিক তারকা খচিত হতে চলেছে। কেননা ক্রিস গেইল, শহিদ আফ্রিদি, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নারদের মতো টি-টোয়েন্টি ক্রিকেটের মহাতারকাদের বহরে সর্বশেষ যুক্ত হচ্ছেন সাবেক অজি অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

জানা যায় আসন্ন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ মাতাতে আসছেন অজি ক্রিকেট সুপারস্টার স্মিথ। আর এমন তথ্যই মঙ্গলবার (২৭ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়েছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি।

মূলত পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিকের জন্যই তাকে দলে ভেড়ানো। কারণ, ৫ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় বিপিএলে দলের প্রথম চার ম্যাচ খেলেই কিউই সিরিজে অংশ নিতে জাতীয় দলে যোগ দিতে হবে মালিককে। এরপর দলে যোগ দেবেন স্মিথ।

স্টিভ স্মিথের সতীর্থ ও সাবেক অজি সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার এরইমধ্যে সিলেট সিক্সার্সে নাম লিখিয়েছেন। আর দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স নাম লিখিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সে। সেই ধারাবাহিকতায় এবার স্মিথকে দলে নেওয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২০১৫ সালে সর্বশেষ বিপিএলের শিরোপা জিতেছিল। এরপরের দুই আসরের শিরোপা যায় ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্সের দখলে। তবে এবার শিরোপায় চোখ রাখা কুমিল্লা বেশ শক্তিশালী দল গড়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়ানস:

দেশি খেলোয়াড়: তামিম ইকবাল (আইকন), আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি (এ), এনামুল হক বিজয় (এ), মেহেদী হাসান (বি), জিয়াউর রহমান (সি), মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা।

বিদেশি খেলোয়াড়: শোয়েব মালিক (পাকিস্তান), শহীদ আফ্রিদি (পাকিস্তান), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), আমির ইয়ামিন (পাকিস্তান), আসেলা গুনারত্নে (শ্রীলঙ্কা), লিয়াম ডসন (ইংল্যান্ড) ও স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।

আপনার মন্তব্য

আলোচিত