স্পোর্টস ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ১৮:২৯

পাকিস্তানে জয়ের দেখা পেল মেয়েরা

পাকিস্তান সফরে বাংলাদেশ নারী দল জয়ের দেখা পাচ্ছিল না একদমই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর হেরেছিল প্রথম ওয়ানডেতেও। তবে সফরটা জয় দিয়েই শেষ করল বাংলাদেশের মেয়েরা।

দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে আজ ১ উইকেটের নাটকীয় জয় পেয়েছে রুমানা আহমেদের দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের করা ২১০ রান বাংলাদেশ পেরিয়ে যায় এক বল বাকি থাকতে। দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২১০ রান করে অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান।

এছাড়া অধিনায়ক বিসমাহ মারুফ করেন ৩৪ রান। আলিয়া রিয়াজ করেন ৩৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক রুমানা আহমেদ ৩টি, সালমা খাতুন ২টি ও পান্না ঘোষ ১টি করে উইকেট নেন। চারজন রান আউট হয়।

পরে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতে ১ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন মুর্শিদা খাতুন। ৩১ রান করেন রুমানা আহমেদ। ২৭ রান আসে শারমীন সুলতানার ব্যাট থেকে।

পাকিস্তানের বোলারদের মধ্যে বিসমাহ মারুফ ২টি, অরুব শাহ ২টি, সন্ধু ১টি, সানা মীর ১টি ও দিয়ানা ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার পান ফারজানা হক। যৌথভাবে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার দেয়া হয় ফারজানা হক ও পাকিস্তানের নাহিদা খানকে।

আপনার মন্তব্য

আলোচিত