স্পোর্টস ডেস্ক

০৬ নভেম্বর, ২০১৯ ২০:৩২

‘মহা’র তাণ্ডব শুরু, ম্যাচ নিয়ে ফের শঙ্কা

দিনভরই আকাশ ছিল পরিষ্কার, ছিল কড়া রোদ, বৃষ্টির কোন আভাসই দেখা যায়নি।  কিন্তু বিকেল নামতেই আকাশে জড়ো হতে শুরু করে কালো মেঘ। ক্রমশ তা খারাপ হতে শুরু করার পর সন্ধ্যা থেকে বইছে তীব্র ঝড়।

প্রচণ্ড বাতাসে ম্যাচের জন্য লাগানো গ্যালারির এক পাশের সামিয়ানা ভেঙে পড়েছে। প্রেসবক্সের পাশের একটি কাঁচের দেয়ালও ভেঙে গেছে। ঝড়ের সঙ্গে তুমুল বেগে বইছে বৃষ্টি।

আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মাহার কারণে গুজরাটের উপকূলে বড় ধরনের ঘূর্ণিঝড়ের শঙ্কা ছিল। তবে আবহাওয়াবিদরা জানিয়েছিলেন সেই ঘূর্ণিঝড় কিছুটা দুর্বল হয়ে গুজরাটের উপকূলীয় অঞ্চল থেকে সরে যাচ্ছে।

কিন্তু বুধবার সন্ধ্যা বেলাতেই পাওয়া গেল ঝড়ের তীব্রতা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মাঠে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার কথা বাংলাদেশের। ঘূর্ণিঝড় দুর্বল হয়ে গেলেও তা ভারি বৃষ্টি ঝরাতে পারে। সে কারণে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

যদিও স্থানীয় আয়োজকরা বলেছেন বিকেল পর্যন্ত বৃষ্টি হলেও উন্নত ড্রেনেজ সিস্টেমের কারণে এই ম্যাচ মাঠে গড়ানোর ব্যাপারে আশাবাদী তারা।

আপনার মন্তব্য

আলোচিত