Advertise

স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৯ ১৯:২১

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে বাংলাদেশ। রাজকোটে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

বাংলাদেশ জয়ী দলের সমন্বয় নিয়েই নেমেছে। ভারতও তাদের একাদশে আনেনি কোন পরিবর্তন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ম্যাচের আগের দিন বলেন, কন্ডিশন দেখে দলে পরিবর্তন আনবেন। খলিল আহমেদের বদলে শার্দুল ঠাকুরকে নেওয়ার গুঞ্জন বের হয়। তবে তারা কোন পরিবর্তন আনেননি দলে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, যুজবেন্দ্র চাহাল।

আপনার মন্তব্য

আলোচিত