Advertise

স্পোর্টস ডেস্ক

০৮ নভেম্বর, ২০১৯ ১৪:৩৯

ভারত গেলেন বাংলাদেশ টেস্ট দলের সদস্যরা

টেস্ট ম্যাচে অংশ নিতে ভারত গেলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হকসহ আরও আট ক্রিকেটার।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ১১টায় ভারতের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

এরই মধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই টি-২০ ম্যাচে একটি করে জয় নিয়ে সমতায় আছে দুই দল। আগামী রোববার সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি হবে ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে।

আর দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট কলকাতায়। প্রথম টেস্ট লাল বলে হলেও দ্বিতীয়টি হবে গোলাপি বলে।

অধিনায়ক মুমিনুল ছাড়া বাকিরা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি এবং এবাদত হোসেন। সদ্য ডাক পাওয়া সাইফ হাসান আছেন জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায়।


আপনার মন্তব্য

আলোচিত