স্পোর্টস ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ ০৯:৩৮

ইসরায়েলে আর্জেন্টিনা-উরুগুয়ে ম্যাচ ড্র

উরুগুয়ের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও কোনোমতে ড্র করেছে আর্জেন্টিনা। ইসরায়েলের তেল আবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সোমবার রাতের প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

প্রথমার্ধে এদিনসন কাভানির গোলে উরুগুয়ে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে সমতা টানেন সের্হিও আগুয়েরো। খানিক পর লুইস সুয়ারেসের নৈপুণ্যে আবারও এগিয়ে যায় উরুগুয়ে। শেষে সফল স্পট কিকে হার এড়ান মেসি।

৩৪তম মিনিটে গোল আদায় করে নেয় উরুগুয়ে। ডান দিক থেকে লুইস সুয়ারেসের বাড়ানো বল স্লাইডে জালে পাঠান পিএসজি ফরোয়ার্ড এদিনসন কাভানি।

দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পর ফ্রি-কিক থেকে হেডে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আগুয়েরো।

সমতায় ফেরার স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি তাদের। ৬৮তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির ফ্রি-কিকে উরুগুয়েকে ফের এগিয়ে নেন সুয়ারেস।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্পট কিকে স্কোরলাইন ২-২ করেন মেসি। ডি-বক্সে ডিফেন্ডার মার্তিন কাসেরেসের হাতে বল লাগলে পেনাল্টিটি পেয়েছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৭০টি।

গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ২-০ গোলে হারের পর এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত রইলো আর্জেন্টিনা। এর মধ্যে চারটি জয় ও তিনটি ড্র।

আপনার মন্তব্য

আলোচিত