স্পোর্টস ডেস্ক

২০ নভেম্বর, ২০১৯ ২৩:৫৪

ইডেন টেস্টে শুরু থেকেই রোমাঞ্চ দেখছেন ভেট্টোরি

ছবি: বিসিবি

ইডেনে বাংলাদেশ-ভারতের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিবা-রাত্রির ম্যাচ, হবে গোলাপি বলে খেলা। এই ম্যাচে পেসাররা ছড়ি ঘোরাবেন, এমনই বলছেন অনেকেই। তাদের বক্তব্যের পেছনে উদাহরণ হয়ে আছে ম্যাচগুলোর রেকর্ড। তবে স্পিনাররাও গোলাপি বলে ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

গোলাপি বলে অনুশীলনের পর ইন্দোরে পরশু মেহেদী হাসান মিরাজও বলেছিলেন, স্পিনাররা সুবিধা পাবে এই বলে। আগের দিন কলকাতায় পা রাখার পর বুধবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ দল প্রথম দিনের মতো অনুশীলন সারে। এদিন সাংবাদিকদের সঙ্গে দলের প্রতিনিধি হয়ে কথা বলেন ভেট্টোরি। নিউজিল্যান্ডের এই স্পিন কিংবদন্তি মিরাজের সুরেই কথা বললেন।

ভেট্টোরি বলেন, ‘গোলাপি বলে স্পিনারদের ভূমিকা কিছুটা খাটো করেই দেখা হয়। তবে স্পিন বোলাররা কিন্তু এই টেস্টে বড় ভূমিকা রাখতে পারে। এসজি বলে স্পিনাররা সুবিধা পাবে। তাই ওরা এই বলে খেলার অভিজ্ঞতা উপভোগ করবে।’

ইডেন টেস্ট ভারত ও বাংলাদেশ দুই দলের জন্যই নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এর আগে দিবারাত্রির টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না দুই দলেরই। বাংলাদেশে তো ঘরোয়া ক্রিকেটেও কোনো ম্যাচ হয়নি গোলাপি বলে। তাই গোলাপি বলে টাইগাররা কতটা মানিয়ে নিতে পারবেন সে নিয়ে থাকছে শঙ্কা।

ভেট্টোরি খুব বেশি চিন্তিত না হলেও কলকাতার সূর্যাস্ত ভাবাচ্ছে তাকে। সাবেক এই কিউই অধিনায়ক বলছেন, ‘দিনের বেলা গোলাপি বল সাধারণভাবেই ব্যবহার করে থাকে। তবে কৃত্রিম আলোয় গোলাপি বল কেমন ব্যবহার করে সেটাই দেখার। এখানে সূর্য বেশ কিছুটা তাড়াতাড়ি অস্ত যায়। সেই সময়েই গোলাপি বলের বিষয়ে সতর্ক থাকতে হবে।’

এমনি দিবারাত্রির টেস্ট উপলক্ষে কলকাতা শহরটাই সেজেছে গোলাপি রঙে। টিকিট নিয়ে চলছে হাহাকার। ভেট্টোরি মনে করেন ইডেন টেস্টে থাকবে টি-টোয়েন্টির আবহ, ‘ভারতীয় ক্রিকেটাররা এতটাই পরিচিত যে, যেখানেই যাক না কেন, বিশাল সংখ্যক দর্শক অপেক্ষায় থাকে। কোহলি যখন ইডেনে ব্যাট করতে নামবেন, টি-টোয়েন্টির মতো পরিবেশ থাকবে।’

ইডেন টেস্টে তাই শুরু থেকেই রোমাঞ্চ দেখছেন তাইজুল-মিরাজদের গুরু, ‘ক্রিকেটাররা ছন্দে থাকলে এমন মায়াবী পরিবেশের তৈরি হবে, যা হয়তো টেস্ট ক্রিকেটে আগে কখনো ঘটেনি।’

আপনার মন্তব্য

আলোচিত