স্পোর্টস ডেস্ক

১১ ডিসেম্বর, ২০১৯ ১৫:২৪

চট্টগ্রামকে ১৬৩ রানের লক্ষ্য দিল সিলেট

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৬৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সিলেট থান্ডার।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে টস জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক রায়ান এমরিত মোসাদ্দেককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

দ্বিতীয় ওভারে রুবেল হোসেনের বলে উইকেটের পেছনে সোহানকে ক্যাচ দিয়ে ফিরে যান সিলেটের ওপেনার রনি তালুকদার।

ওয়ান ডাউনে নামা মোহাম্মদ মিথুনকে নিয়ে ক্রমেই ভয়ংকর হয়ে ওঠেন অপর ওপেনার জনাথান চার্লস। ২৩ বলে ৩৫ রান করে দলীয় ৫১ রানে ফিরে যান চার্লস নাসুম আহমদের বলে বোল্ড হয়ে।

এরপর জিভান মেন্ডিস ক্রিজে আসলেও তেমন সুবিধা করতে পারেননি। নবম ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন তিনিও। অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে নিয়ে শেষ পর্যন্ত চট্টগ্রামের বোলারদের শাসন করেন মিথুন।

তিনি অপরাজিত থাকেন ৮৪ রানে। ৪৫ বল খেলে এ রান করেন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি ছয় ও চারটি চারের মার।

ইনিংসের শেষ ওভারে ফিরে যান মোসাদ্দেকও। কিছুটা ধীরগতিতে খেলে ৩৫ বলে ২৯ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৬২।

চার ওভারে ২৭ রান খরচায় দুই উইকেট নেন রুবেল হোসেন। একটি করে উইকেট নেন নাসুম আহমদ ও রায়ান এমরিত।

আপনার মন্তব্য

আলোচিত