সিলেটটুডে ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০১৯ ২০:৩৮

ঢাকা প্লাটুনের সামনে চট্টগ্রামের রানের পাহাড়

মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও সিমন্সের বিধ্বংসী ব্যাটিংয়ে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মাত্র ৪ উইকেট হারিয়ে ঢাকা প্লাটুনকে ২২২ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে চট্টগ্রাম। বিপিএলের ইতিহাসে এটা তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে গত আসরে রংপুর রাইডার্স ২৩৯ আর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ২৩৭ রান সংগ্রহ করেছিল।

বুধবার (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় ঢাকা প্লাটুন।

ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার সিমন্স ও আভিস্কা ফার্নান্দো। দুজনের ওপেনিং জুটিতে আসে ৫১ রান। ১৩ বলে ২৬ রানের ছোট ঝড়ো ইনিংস খেলে লঙ্কান ওপেনার বিদায় নিলেও দুর্দান্ত সব শট খেলে ফিফটি তুলে নেন সিমন্স। ইমরুল কায়েসের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে রান আউটের শিকার হওয়ার আগে এই ক্যারিবীয় ওপেনারের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৫৭ রানের ইনিংস। ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংস।

দুই ওপেনার বিদায় নিলেও রানের চাকা থামতে দেননি ইমরুল ও মাহমুদউল্লাহ। দুজনে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে গড়েন ৬২ রানের অনবদ্য এক জুটি। দলীয় ১৬৩ রানে সালাউদ্দিন শাকিলের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরার আগে মাত্র ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন ইমরুল। এই ইনিংস খেলার পথে ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি।

ইমরুল বিদায় নিলে রানের ফোয়ারা ছুটানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মাহমুদউল্লাহ। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের তুলোধুনা করে মাত্র ২৮ বলে ৫৯ রানের অসাধারণ এক ইনিংস খেলেন চট্টগ্রামের অধিনায়ক। তার ইনিংসটি ৫টি চার ও ৪টি ছক্কায় সাজানো। দলীয় ১৯১ রানে হাসান মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে মাহমুদউল্লাহ বিদায় নেওয়ার পর চ্যাডউইক ওয়ালটন ও নুরুল হাসানের ব্যাটে ২০০ ছাড়ানো সংগ্রহে পৌঁছে যায় চট্টগ্রাম। ১৮ বলে ২৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ওয়ালটন।

বল হাতে ২ উইকেট নিয়েছেন ঢাকার হাসান মাহমুদ। আর এক উইকেট সালাউদ্দিন শাকিলের। তবে রান খরচের দিক থেকে ঢাকার সব বোলারই ছিলেন অকৃপণ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৩ ওভারে ৪২ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। ২ ওভারে ৩৩ রান খরচ করেছেন মেহেদি হাসান। আর ২ উইকেট তুলে নিতে ৪ ওভারে ৫৫ রান খরচ করেছেন হাসান মাহমুদ।



আপনার মন্তব্য

আলোচিত