স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০১৯ ১৪:৪৪

আবারও চোট পেলেন মাহমুদউল্লাহ

বিপিএলে কাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে পায়ের পুরোনো চোটই নতুন করে পেয়েছেন মাহমুদউল্লাহ।

বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে নিজের প্রথম দুই ম্যাচে তেমন ভালো করতে পারেননি মাহমুদউল্লাহ। দুই ম্যাচ মিলিয়ে করেছিলেন ১৭ রান। কাল ঢাকা প্লাটুনের বিপক্ষে দারুণ এক ইনিংসই খেললেন চট্টগ্রাম অধিনায়ক। ২৮ বলে করেছেন ৫৯ রান।

তবে ইনিংসটা মোটেও স্বস্তি নিয়ে খেলতে পারেননি। ব্যক্তিগত ৭ রান থাকতে তাঁর পায়ের পুরোনো চোটটা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়েই দুর্দান্ত ব্যাটিং করে গেছেন মাহমুদউল্লাহ। পরে ফিল্ডিংয়ের সময় আর মাঠেই ছিলেন না।

মাহমুদউল্লাহর পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট নতুন কিছু না। ভারত সফরে কলকাতা টেস্টেও পায়ে একই চোট পেয়েছিলেন তিনি। বিপিএলে চট্টগ্রামের প্রথম দুটি ম্যাচে খেলতে পারেননি এই একই চোটের কারণে। কাল সিঙ্গেলস নিতে গিয়ে আবারও টান লাগে হ্যামস্ট্রিংয়ে। মাঠেই চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর চট্টগ্রামের ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি।

শেষ দিকে ব্যথার কারণে সিঙ্গেলস নিয়েছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। দৌড়েছেনও বেশ ধীরে। তাতে অবশ্যই দুইশ’র ওপরে রান তুলতে কোনো সমস্যা হয়নি চট্টগ্রামের। ব্যথা নিয়েই ২১০ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। জিতেছে তাঁর দলও।

মাহমুদউল্লাহ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসেছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে। চোটের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, হ্যামস্ট্রিংয়ে আগের যে জায়গাটায় চোট লেগেছিল সেখানেই আবার লেগেছে। দেখতে হবে কী অবস্থা। সম্ভবত স্ক্যান করাতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত