স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০১৯ ০৩:৫৯

জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ চ্যাম্পিয়ন লাৎসিও

ইতালিয়ান সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে লাৎসিও। সৌদি আরবের রিয়াদের কিং সৌদ স্টেডিয়ামে রোববার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে জুভেন্টাসকে।

ম্যাচের ষোড়শ মিনিটে এগিয়ে যায় লাৎসিও। সার্জেই মিলিনকোভিচ-সাভিচের কাছ থেকে বল পেয়ে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান লুইস আলবার্তো।

বিরতির খানিক আগে দিবালার গোলে সমতা আনে জুভেন্টাস। ক্রিশ্চিয়ানো রোনালদোর শট কিপার ঠিক মতো ফেরাতে না পারলে বল পেয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেখান থেকেই গোল করেন তিনি।

৭৩তম মিনিটে সেনাদ লুলিচের গোলে আবার এগিয়ে যায় লাৎসিও। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের রদ্রিগো রেন্তানকুর।

পরের মিনিটে ফ্রি-কিকে জাল খুঁজে নেন দানিলো কাতালদি। ২০১৭ সালের পর আবারও জুভেন্টাসকে হারিয়ে শিরোপা জিতে নেয় লাৎসিও।

টানা আটবার ইতালির শীর্ষ লিগ সেরি আর শিরোপা জেতায়, আট বছর ধরে সুপার কাপে খেলছে জুভেন্টাস। এর চারটিতেই তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লাৎসিওকে। সব মিলিয়ে দল দুটি পাঁচবার মুখোমুখি হয়েছে এই প্রতিযোগিতায়। এর চেয়ে বেশিবার সুপার কাপের লড়াইয়ে নামেনি আর কোনো দল।

আপনার মন্তব্য

আলোচিত