ক্রীড়া প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২০ ১৬:৩৭

আসিফের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার সংগ্রহ ১৭২

চলতি বিপিএলের ৩১তম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসিফ আলীর ঝড়ো ব্যাটিংয়ে ১৭২ রানের সংগ্রহ পেয়েছে ঢাকা প্লাটুন।

ম্যাচের শুরুতে প্রথমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম। সিলেট পর্বের শুক্রবাররে প্রথম ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেন ঢাকার দুই ওপেনার তামিম ও বিজয়। ৪৫ রানের জুটি গড়ার পর তামিম ২৫ রান করে ক্যাচ আউট হন। তামিমের বিদায়ের ১ ওভার পরেই বিজয় ১৫ রান করে এলবিডব্লিউ আউট হন। পরপর দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে ঢাকা।

দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন মমিনুল হক। আরিফুল হককে নিয়ে এগিয়ে যান তিনি। পথিমধ্যে চাপ কাটিয়ে ওঠেন তারা। ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন এ জুটি। তাতে ঢাকার রানের চাকাও ঘুরছিল দ্রুতগতিতে। তবে হঠাৎ পথচ্যুত হন মুমিনুল। আমিরের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ফেরার আগে ৩৬ বলে ৩ চারে ৩৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। শেষের দিকে আরিফুল হকের ৩৭ ও আসিফ আলীর ১৩ বলে খেলা ৩৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান তোলে ঢাকা।

২৭ রান খরচায় ২ উইকেট নেন খুলনা টাইগার্সের মোহাম্মদ আমির।

আপনার মন্তব্য

আলোচিত