ক্রীড়া প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২০ ১৭:১৭

সিলেটে এসেই দর্শকের দেখা পেলো বঙ্গবন্ধু বিপিএল

বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই দর্শক খরায় ভুগছিলো গ্যালারি। ঢাকা- চট্টগ্রামের পর সিলেট পর্বের খেলা শুরুর প্রথম দিনেও এ খরা কাটাতে পারেনি অতীতে বিপুল দর্শক সমাগম করা সিলেট। তবে সিলেটে দ্বিতীয় দিনেই কাটতে শুরু করেছে এ খরা। সন্ধ্যা হবার আগেই গ্যালারিতে বাড়ছে ভিড়। এদিকে টিকিট কাউন্টারও উপচে পড়ছে খেলা দেখতে আগ্রহী দর্শকের ভিড়।

দেখা যায়, সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার বিকেল হতেই নগরীর উপকণ্ঠের বিভাগীয় স্টেডিয়ামমুখী মানুষের ভিড় বাড়তে থাকে। সেইসাথে বাড়তে থাকে টিকিটের চাহিদা। এদিকে সকালে বৃষ্টির কারণে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্সের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের চল্লিশ মিনিট পরে। বেলা ২টা ৪০ মিনিটে শুরু হয় এ দুই দলের খেলা।

শুক্রবার বিকেল ৩টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে দেখা যায় স্টেডিয়ামমুখী অসংখ্য মানুষের ঢল। সেখানে বেশি দামে টিকিট বিক্রি করতে দেখা যায় অনেককে। আর টিকিট কাউন্টারের ভিড় এড়াতে বেশি দাম দিয়ে টিকিট কিনেন অনেকে।

কাউন্টারের সামনে টিকিটের জন্য দাড়িয়ে থাকা এক দর্শক দীপঙ্কর দে জানান, ছুটির দিন থাকায় তারা ৭জন একসাথে এসেছেন খেলা দেখতে।

এদিকে ঢাকা-খুলনার ম্যাচ চলাকালে প্রায় প্রতিটি গ্যালারিতেই উল্লেখযোগ্য সংখ্যক দর্শকদের উপস্থিতি দেখা যায়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রায় দুই তৃতীয়াংশ আসনই পরিপূর্ণ হয়ে যায়। স্টেডিয়ামের সাধারণ গ্যালারি ও গ্রিন গ্যালারিতে অসংখ্য দর্শককে দেখা যায়। তবে ক্লাব হাউজে তুলনামূলক কম দর্শকের ভিড় দেখা যায়।

সন্ধ্যায় সিলেট থান্ডার্স খেলবে রংপুর রাইডার্স দলের বিপক্ষে। যদিও প্রথম দিন দর্শকদের আশানুরূপ সাড়া মেলেনি। তবে শুক্রবার ছুটির দিনে দ্বিতীয় ম্যাচের আগেই সবকটি গ্যালারি দর্শকে পূর্ণ হয়ে যাবে বলে ধারণা স্থানীয় ক্রীড়া সংগঠকদের।

আপনার মন্তব্য

আলোচিত