ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২০ ১৫:৩৯

খুলনাকে ১২১ রানে গুটিয়ে দিল চট্টগ্রাম

বঙ্গবন্ধু বিপিএলের ৩৩তম ম্যাচে দারুণ বোলিং করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বোলাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সকে এক বল আগে মাত্র ১২১ রানে অলআউট করে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে রুবেল হোসেন, মেহেদী হাসান রানা আর কেসরিক উইলিয়ামসের দুর্দান্ত বোলিংয়ের সামনে ব্যাট হাতে সর্বোচ্চ রান করতে পেরেছেন খুলনার প্রোটিয়া ব্যাটসম্যান রাইলি রুশো। ২ ছক্কা এবং ২ চারের সাহায্যে ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলেন এই দক্ষিণ আফ্রিকান।  

দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে অধিনায়ক মুশফিকুর রহিমের ব্যাট থেকে। এক ছক্কা এবং ৩ চারের সাহায্যে ২৪ বলে ২৯ রান করেন তিনি। এছাড়া রবি ফ্রাইলিঙ্ক করেন ১৭ রান।

চট্টগ্রামের পক্ষে মেহেদী হাসান রানা ও রুবেল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া কেসরিক উইলিয়ামস ২টি এবং জিয়াউর রহমান ১টি উইকেট শিকার করেন

এদিকে ৯ ম্যাচ খেলে ৬ জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে চট্টগ্রাম। এক ম্যাচ কম খেলে ৫ জয়ে ৪ নম্বরে রয়েছে খুলনা টাইগার্স। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প নেই এই ম্যাচে।

আপনার মন্তব্য

আলোচিত