স্পোর্টস ডেস্ক

১৩ জানুয়ারি, ২০২০ ১৮:১৯

‘ডাক’ রেকর্ডে ইমরুলকে মুক্তি দিলেন এনামুল

এনামুল হক বিজয় শূন্য রানের ইনিংসের রেকর্ড গড়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) মিরপুরে বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন ঢাকা প্লাটুনের এই ওপেনার। এবার এনিয়ে তিনি শূন্যরানে তৃতীয়বারের মত আউট হলেন।

আর বিপিএলের ইতিহাসে মোট ১১ বার শূন্য রানে আউট হলেন ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বিপিএলে তার চেয়ে বেশি শূন্য রানে আউট আর কেউ হননি। তবে কাছাকাছি আছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান।

বিপিএলে সবচেয়ে বেশি শূন্য রানের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে এনামুল মুক্তি দিলেন ইমরুল কায়েসকে। ইমরুল শূন্য রানে আউট হয়েছেন ১০ বার।

এবারের বিপিএলে ১৩ ইনিংসে ১৫.২৩ গড়ে রান করেছেন ১৯৮। সোমবার বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে মারতে গিয়ে রুবেল হোসেনের হাতে তালুবন্দি হন এনামুল। মিডঅনে ক্যাচ দিয়ে ফেরেন শূন্য রানে।

বিপিএলে ৮০ ইনিংসে এনামুলের শূন্য রানের ইনিংস ১১টি, ইমরুলের ৭৮ ইনিংসে ১০টি। এরপর আছেন সাব্বির রহমান। ৭৭ ইনিংসে সাব্বিরের ‘ডাক’ ৯টি।

আপনার মন্তব্য

আলোচিত