স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২০ ২০:১২

ফিলিস্তিনের কাছে হারে শুরু বাংলাদেশের বঙ্গবন্ধু কাপ

বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের কাছে হেরে ষষ্ঠ আসর শুরু করেছে বাংলাদেশ।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ‘এ’ গ্রুপের ম্যাচে প্রতিযোগিতার ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী রোববার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে জেমি ডের দল।

ম্যাচের ২৮তম মিনিটে প্রতিআক্রমণে গোল আদায় করে নেয় ফিলিস্তিন। মাঝমাঠের একটু ওপর থেকে মোহামেদ দারিয়াসের ডিফেন্সচেরা পাস ধরে গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে একা পেয়ে ডান পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন খালেদ সালেম।

একটু পর মামুনুলের বাঁকানো কর্নার ফিস্ট করে ফেরান ফিলিস্তিনের গোলরক্ষক। ৩২তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। রায়হান হাসানের লম্বা থ্রো ইনে প্রতিপক্ষের এক খেলোয়াড় হেডের পর দূরের পোস্টে থাকা তপুও হেডে চেষ্টা করেছিলেন কিন্তু চোট কাটিয়ে ফেরা এই ডিফেন্ডারের প্রচেষ্টা অল্পের জন্য বাইরে যায়। শেষ দিকে ফিলিস্তিনের মাহমুদ আবুরাদার শট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি রানা।

৫৭তম মিনিটে আরও পিছিয়ে পড়ে বাংলাদেশ। রাদোয়ান আবুকারাসের ক্রস লাফিয়ে উঠেও বিপদমুক্ত করতে পারেননি ইয়াসিন খান। বল পেয়ে যান পেছনে থাকা লেথ খারৌব। ঠাণ্ডা মাথায় জাল খুঁজে নেন ফিলিস্তিনের এই ফরোয়ার্ড।

আপনার মন্তব্য

আলোচিত