স্পোর্টস ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২০ ২৩:১৬

কাসেমিরোর জোড়া গোলে ফের শীর্ষে রিয়াল

ইনজুরি আর কার্ডজনিত সমস্যার কারণে নিয়মিত একাদশের বেশ কজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নামা রিয়াল মাদ্রিদ সেভিয়ার বিপক্ষে জয় পেয়েছে। রিয়ালের এই জয় এসেছে মূলত ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর নৈপুণ্যে। ম্যাচে জোড়া গোল করেন কাসেমিরো।

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছে জিনদিনে জিদানের দল। এই জয়ের মাধ্যমে লা লিগার পয়েন্ট টেবিলে ফের ফিরেছেন লস ব্লাঙ্কোরা।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৭তম মিনিটে গোলখরা ভাঙে কাসেমিরোর গোলে। লুকা ইয়োভিচের ব্যাকহিলে ডি-বক্সে বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কাসেমিরো।

সাত মিনিট পর বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠিয়ে সমতা টানেন ডি ইয়ং।

কাসেমিরোর নৈপুণ্যে ৬৯তম মিনিটে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুকাস ভাসকেসের ক্রসে লাফিয়ে দারুণ হেডে দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

এই জয়ে ২০ ম্যাচে ১২ জয় ১ পরাজয় আর ৭ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৪৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৪০, আর তৃতীয় আর চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ এবং সেভিয়ার পয়েন্ট ৩৫।

আপনার মন্তব্য

আলোচিত