স্পোর্টস ডেস্ক

১৫ মে, ২০২০ ২৩:২২

মুশফিকের ব্যাট কিনে যা বললেন আফ্রিদি (ভিডিও)

করোনাভাইরাসে দুর্গত মানুষদের সাহায্যার্থে নিজের ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুলেছিলেন মুশফিকুর রহিম। পাঁচদিনের নিলাম শেষে সেটা গেল পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদির কাছে। মুশফিক নিজেই জানিয়েছেন এই তথ্য।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে মুশফিক ফেসবুকে তার অফিশিয়াল পেজে শহীদ আফ্রিদির এক ভিডিওবার্তাও জুড়ে দিয়েছেন।

ভিডিওবার্তায় আফ্রিদি বলেন, 'আসসালামু আলাইকুম মুশফিক, আপনি দেশের মানুষের জন্য যা করছেন তা সত্যিই প্রশংসনীয়। সত্যিকারের নায়করাই এ কাজ করতে পারে। আমরা সবাই মিলে খারাপ একটা সময় পার করছি। এ সময় আমাদের একে অন্যকে সাহায্য করা জরুরি যাতে করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি।'

তিনি আরও বলেন, 'অতীতে বাংলাদেশে আমি যে পরিমাণ ভালবাসা ও সম্মান পেয়েছি তা আমি সারা জীবন মনে রাখবো। পাকিস্তানের জনগণ ও শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে, আমি আপনার ব্যাটটা কিনে আপনার সঙ্গী হতে চাই এই পথ চলায়।'

মহামারি থেকে দ্রুত উত্তরণে সৃষ্টিকর্তাকে স্মরণ করে আফ্রিদি বলেন, 'আপনার জন্য আমার প্রার্থনা সব সময় থাকবে, আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন এই মহামারি পরিস্থিতি থেকে উত্তরণে। আপনার সাথে আবারো মাঠে আমার দেখা হবে তাড়াতাড়ি।'

২০১৩ সালের মার্চে গলে দেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটকিপার। ৯ মে শুরু হয়ে ১৪ মে রাত ১০টায় শেষ হয়েছে মুশফিকের ব্যাটের নিলাম। শুক্রবার ফেসবুক লাইভে এসে সেটির আনুষ্ঠানিক ফল জানিয়েছেন মুশফিক নিজেই। মুশফিকের ব্যাটের নিলাম তত্ত্বাবধান করেছে ই-কমার্সভিত্তিক প্রতিষ্ঠান 'পিকাবু'।

আফ্রিদি কেন কিনেছেন, সেটির ব্যাখ্যা দিয়েছেন মুশফিক, 'খবরটি দেখে আফ্রিদি ব্যক্তিগত আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি লিঙ্ক দিই। ১৩ মে তারিখে প্রস্তাবপত্র পাঠান। তিনি ২০ হাজার ইউএস ডলারে (১৬ লাখ ৮০ হাজার টাকা প্রায়) কিনে নেওয়ার প্রস্তাব দেন। পরে এ দামেই তিনি কিনে নিয়েছেন। এ ক্ষেত্রে তামিম ইকবালকেও ধন্যবাদ দিতে হবে। সে আমাকে অনেক সহায়তা করেছে।'

ভিডিও :

আপনার মন্তব্য

আলোচিত