১৪ জুন, ২০২০ ২৩:৩৩
সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ সাদা পুলের পূর্ব পাশে পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান (২৭) নিহত হয়েছেন।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামের মোল্লা আহসানুর রহমানের পুত্র।
জানা যায়, মিজানুর রহমান তার মামার বাড়ি বিশ্বনাথের নোয়াগাও থেকে মাকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গোবিন্দগঞ্জ সাদা পুলের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মা-ছেলে আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার মিজানুর রহমানকে তাকে মৃত ঘোষণা করেন।
মা হুসনারা বেগমকে (৪৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ও মোটরসাইকেল তাদের জিম্মায় রয়েছে।
আপনার মন্তব্য