সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০২০ ১৩:৩২

চিকিৎসকের হত্যাকারীদের শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ

খুলনা ম্যাটসের অধ্যক্ষ ও করোনাকালে কর্তব্যরত চিকিৎসক ডা. মো আব্দুর রকিব খানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের চিকিৎসকেরা।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করে মিড লেভেল চিকিৎসক পরিষদ সিওমেক শাখা।

বিজ্ঞাপন

এতে মিড লেভেল চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, এই করোনা সঙ্কটে ডা. রাকিব ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তারের দাবি করেন তারা।

এছাড়া সারাদেশে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

অন্যথায় চিকিৎসকেরা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও বলেন পরিষদের নেতারা।

আপনার মন্তব্য

আলোচিত