
২০ জুন, ২০২০ ১৮:৫৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যারয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনিবার মাত্র ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষাও হয়েছে কমসংখ্যক। শনিবার এই ল্যাবে মাত্র ২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়।
আগের টানা কয়েকদিন এই ল্যাবে পরীক্ষায় ৩০ বেশি সংখ্যক রোগী শনাক্ত এবং প্রতিদিন পরীক্ষা হয় ১৮৮টি। তবে শনিবার পরীক্ষার সংখ্যা একেবারেই কমে যায়।
এ প্রসঙ্গে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, শনিবার আমাদের কাছে মাত্র ২৩ টি নমুনা আসে। এরসাথে পুরনো দুটি মিলিয়ে আমরা ২৫টি নমুনা পরীক্ষা করি।
পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে ৩ জন সুনামগঞ্জের ও একজন সিলেটের।
আপনার মন্তব্য