সিলেটটুডে ডেস্ক

০৬ আগস্ট, ২০২৪ ১৩:৫৮

আওয়ামী লীগ নেতার হোটেলে অগ্নিসংযোগ: ২৪ মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সোমবার যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিজয়মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা। এ সময় হোটেলের ভেতরে অনেকে আটকা পড়েন।

এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বিকাল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

যশোর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

তিনি জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে বেলা ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থপ্রতীম চক্রবর্তী বলেন, ‘জাবির হোটেলে অগ্নিকাণ্ডে হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী মৃতের সংখ্যা ১৮ জন। শুনেছি গতকাল গভীর রাতে আরও কিছু পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।’

এদিকে, গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের পর বিকাল ৫টার দিকে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘অনেকদিন ধরে যশোরে আন্দোলন করে আসছি। যশোরে কোথাও সহিংসতার ঘটনা ঘটেনি। আজ আমাদের বিজয়ের দিনে এমন ঘটনা ঘটেছে, সেটি দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা এসব ঘটনা ঘটায়নি। যারা করেছে, তাদের রাজনৈতিক কোনও উদ্দেশ্য রয়েছে।’

উল্লেখ্য, বেলা চারটার দিকে যশোর শহরে বিজয়মিছিল বের করেন ছাত্র-জনতা। ওই মিছিল থেকে বিক্ষুব্ধ লোকজন চিত্রা মোড়ে অবস্থিত হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর শুরু করেন। দ্বিতীয় দফায় বিকেল চারটার দিকে তারা অগ্নিসংযোগ করেন। এ সময় হোটেলের নিচ থেকে ১২, ১৩ ও ১৪ তলায় আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে যান। এ সময় হোটেলে আটকা পড়া কয়েকজন ১৪ তলার বারান্দায় গিয়ে উদ্ধারের জন্য হাত নেড়ে আকুতি জানান। উদ্ধারকারী একটি হেলিকপ্টার হোটেলের ছাদে ল্যান্ড করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় আটকা পড়া এক ব্যক্তি ছাদে গিয়ে দাঁড়ালে হেলিকপ্টার তাকে উদ্ধার করে।

এছাড়া শাহীন চাকলাদারের কাঁঠালতলা এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করা হয়। শহরের চারখাম্বা মোড়ে অবস্থিত শেখ রাসেলের ভাস্কর্যও ভাঙচুর করা হয়।

একই দিন জাতীয় দৈনিক প্রথম আলোর যশোরের কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদকের বাসভবন ও পত্রিকার দোকানে হামলা ও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। দিলীপ মোদকের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া কেশবপুর বাজারে অবস্থিত পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্তিক সাহার হার্ডওয়্যার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মালামাল লুট, পৌরসভার আওয়ামী লীগ–সমর্থিত কাউন্সিলর মনোয়ার হোসেনের খাবারের হোটেল ও মুদিদোকানি অশোক সাহার বাড়িতে ভাঙচুর করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত