০৭ জুন, ২০২০ ০২:৫৫
মহামারী করোনাভাইরাস বিশ্বের অধিকাংশ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে।
করোনায় প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার রাত পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৪১ হাজার ৫৫৪ জন। মারা গেছেন ৪ লাখ ৮৬২ জন।
বিজ্ঞাপন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে ৩১ লাখ ৩৯ হাজার ৬০৫ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫৩ হাজার ৫৯০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩৪ লাখ ১ হাজার ৮৭ জন (৮৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৪ লাখ ৮৬২ জন রোগী।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনা থাবা বসিয়েছে বাংলাদেশেও। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৬৩৫ জন। এ নিয়ে দেশে করোনায় মোট ৮৪৬ জনের মৃত্যু, ৬৩ হাজার ২৬ জন আক্রান্ত ও ১৩,৩২৫ জন সুস্থ হয়েছেন।
আপনার মন্তব্য