০৮ জুন, ২০২০ ১২:১৬
চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া ১০৬ জনসহ চট্টগ্রামে এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৭৩ জনে।
রোববার (৭ জুন) চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে মোট ৬১৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৫৫ জন ও বিভিন্ন উপজেলায় ৫১ জনসহ মোট ১০৬ জন করোনাভাইরাস পজিটিভ রোগী পাওয়া গেছে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা হয়েছে ২৮৭টি। এতে ৪২ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে মহানগরী এলাকার ১৪ ও উপজেলা পর্যায়ের আছেন ২৮ জন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৫১ নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে ৪১ জনের। এরা সবাই চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা।
সিভাসু ল্যাবে ১৪৮টি নমুনা পরীক্ষা করে ২০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এরা সবাই চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৩০টি নমুনায় তিন জনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। এরা বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এপর্যন্ত ৯৯ জনের মৃত্যু হয়েছে।
আপনার মন্তব্য