
১৩ জুন, ২০২০ ১৭:৫৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এক পুলিশ উপ পরিদর্শকের (এসআই) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হওয়ার রিপোর্টটি আসে।
এর সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাজ্জাদ হোসেন চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি জানান, শনাক্ত হওয়া পুলিশ সদস্য হোম আইসোলেশনে রয়েছেন। তিনি কিছুটা সুস্থের দিকে। এর আগে গত ৪ জুন তার নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়।
শ্রীমঙ্গলে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩৫ জন। এর মধ্যে মারা মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ৬জন।
আপনার মন্তব্য