
২৪ মার্চ, ২০২০ ২১:২৯
ভারতে নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশটিতে ২১ দিনের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তের কথা জানান। নরেন্দ্র মোদি গোটা দেশজুড়ে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করেছেন।
ভারতজুড়ে নোভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাত থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এ লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন মোদি।
এ সময়ে দেশের নাগরিকরা যে যেখানে আছেন সেখানেই থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
আপনার মন্তব্য