
৩১ মার্চ, ২০২০ ০০:৩৪
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ২ বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন।
জানা গেছে, মিলান শহরে সোমবার দুপুরে এক প্রবাসী বাংলাদেশির মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি ঢাকায় বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি সেখানে বসবাস করে আসছিলেন।
এরআগে গত ২০ মার্চ মিলান শহরেই করোনায় প্রাণ হারান আরেক বাংলাদেশি। তিনিও দীর্ঘদিন ধরে সেখানে ব্যবসা করে আসছিলেন।
দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বাড়ছে। ইতালির মিলান, বেরগামো, ব্রেসিয়া, বৃহত্তর লোম্বাদিয়া, ভারেজে, তরিনো, রোমসহ বিভিন্ন শহরে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন।
আপনার মন্তব্য