বেনাপোল প্রতিনিধি

০৩ মে, ২০১৮ ২০:২১

হুন্ডি ব্যবসার অভিযোগে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক ১

বন্দরনগরী বেনাপোল এলাকা থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকাসহ লিমন (২৫) নামে হুন্ডি ব্যবসায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (৩ মে) দুপুর ১টার দিকে বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।

লিমন বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের সরবানহুদা গ্রামের ইউনুছ আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দর এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ লিমনকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকা জব্দ করা হয়।

বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রাপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত