ওসমানীনগর প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২০ ২০:৩১

যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন ওসমানীনগরের ছালিক

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের ওসমানীনগরের আবদুস ছালিক ছালে (৭২)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে পৌনে ৪টার দিকে যুক্তরাজ্যস্থ লন্ডন রয়েল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রায় দুই মাস পূর্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সম্প্রতি লাইপ সাপোর্টে ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আবদুস ছালিকের চাচাতো ভাই ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আতাউর রহমান।

আবদুস ছালিক বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি এবং দিশারী শিল্পী সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া লন্ডন কমিউনিটির এই নেতা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। ওসমানীনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডেও তার ভূমিকা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দু্ই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, কণ্ঠশিল্পী পংকজ দেব প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত