সিলেটটুডে ডেস্ক

১৪ নভেম্বর, ২০২০ ০০:২৬

যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবি

দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবি জানিয়েছেন ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ'র সদস্যরা।

শুক্রবার সিলেটের একটি হোটেলে "ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ" গ্রুপের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইমিগ্রেশন সেমিনারে এ দাবি জানানো হয়।

গ্রুপ এডমিন মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন,সদ্য নির্বাচনে পরাজিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে পারিবারিক ইমিগ্রেশন ভিসা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেন। এর পর থেকে প্রায় আট মাস ধরে ভিসা কার্যক্রম বন্ধ থাকায় এই সময়ে প্রায় ১০ হাজার ভিসাপ্রার্থী ভিসা না পেয়ে দীর্ঘসুত্রিতায় পড়েছেন।

আর কয়েক লাখ বাংলাদেশির ভিসা কেস স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন ভিসাপ্রার্থীরা।

প্রায় আট মাস ধরে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা কার্যক্রম দ্রুত চালু করার দাবি জানান বক্তারা।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানানো হয়।

সেমিনারে বক্তব্য রাখেন,ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ'র সদস্য হাসনায়েল নেহাল, ফাতেহা শিরিন,ডা: মারুফ আহমেদ চৌধুরী,তরুন কুমার ধর,মুহিজ্জামান চৌধুরী,তাজুল ইসলাম,নাজমুল হক,আরাফাত চৌধুরী,রোহান আহমেদ প্রমুখ।

সেমিনারে  প্রায় দুইশত ভিসাপ্রার্থী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত