সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২১ ০১:৩৬

হাসপাতালে আবদুল গাফ্‌ফার চৌধুরী

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও একুশের গানের রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী অসুস্থ। তাকে বাংলাদেশ সময় শনিবার লন্ডনের নর্থ উইক পার্ক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তার সহকারী তানিয়া জাহান ঝর্ণা জানিয়েছেন, গাফ্‌ফার চৌধুরীর অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি গাফ্‌ফার চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন।

৮৭ বছর বয়সী ভাষাসৈনিক গাফ্‌ফার চৌধুরী কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’-এর রচয়িতা।

১৯৩৪ সালে বরিশালে জন্ম নেওয়া গাফ্‌ফার চৌধুরী ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স পাস করে ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রাজনৈতিক পত্রিকা ‘চাবুক’র দায়িত্ব নেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মুখপাত্র ‘জয়বাংলা’য় কাজ করেন গাফ্‌ফার চৌধুরী। ১৯৭৪ সালে অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে চলে যান তিনি। এরপর সেখানেই স্থায়ী হন।

লন্ডন থেকে দেশের সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত