সাহাদুল সুহেদ, স্পেন থেকে

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:১৫

বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মাদ্রিদে মুসলমান কমিউনিটির সমাবেশ

স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় মাদ্রিদে মুসলমান কমিউনিটির ব্যানারে মৌন মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

স্থানীয় সময় শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় মাদ্রিদের লাভাপিয়েস চত্বরে বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিরা মৌন মিছিল সহকারে লাভাপিয়েস চত্বরে সমবেত হোন। তারা সমাবেশে ‘ইসলাম শান্তির ধর্ম’, ‘ইসলাম সন্ত্রাসের নয়’, ‘বার্সেলোনায় নিহতদের জন্য সমবেদনা’, ‘ আমি মুসলমান, আমি সন্ত্রাসী নই’ ইত্যাদি সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড পোস্টারসহ উপস্থিত হোন।

বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়ান্তে বাংলা’র সভাপতি ফজলে এলাহির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাদ্রিদ সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র খরখে গ্রাসিয়া।

তিনি বলেন, ‘সন্ত্রাসের সাথে   কোন ধর্মেরই সম্পর্ক নেই। ইসলাম ধর্মও শান্তির কথা বলে’। তিনি মাদ্রিদে মুসলমানদের সন্ত্রাস বিরোধী মনোভাবের প্রশংসা করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি পেপ তররেস, বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, জাকির হোসেন, আব্দুল কাইয়ূম পঙ্কী, একেএম জহিরুল ইসলাম, বাংলাদেশ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ হাসান, মাওলানা আব্দুর রাজ্জাক, লুতফুর রহমান, ইসলাম উদ্দিন পংকি, আবুল হাসেম মেম্বার, এডভোকেট তারিক, ফজির আলি নাদিম, সুহেল ভুঁইয়া, সাইফুল আলম, সাংবাদিক সেলিম আলম, কবির আল মাহমুদ, সাইফুল আমিন, আবু জাফর রাসেল প্রমুখ।

সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ, পাকিস্তান, মরক্কোসহ বিভিন্ন দেশের মুসলমান এই সমাবেশে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৭ আগস্ট, বার্সেলোনার লা রামলায় ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ১৪ জন নিহত ও শতাধিক আহত হন। সন্ত্রাসী হামলার এ দায় স্বীকার করে মধ্য প্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আপনার মন্তব্য

আলোচিত