০১ ফেব্রুয়ারি , ২০১৫ ০১:৪৩
মহান ভাষার মাস বরণে বর্ণাঢ্য বর্ণমালার মিছিল করবে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। গতবছরের ধারাবাহিকতায় রবিবার সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হবে। পরে মিছিলটি সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে।
বর্ণমালার মিছিলের সূচনা করবেন ভাষাসৈনিক প্রফেসর মোঃ আব্দুল আজিজ।
নাট্য পরিষদের পক্ষ থেকে বর্ণমালার মিছিলে অংশ নেওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষকে অনুরুধ জানানো হয়েছে।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র সভাপতি অনুপকুমার দেব ও সাধারন সম্পাদক রজতকান্তি গুপ্ত এক বিবৃতিতে বর্ণমালার মিছিলটিকে সফল ও স্বার্থক করে তুলতে সকল নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলের সহযোগীতা ও অংশগ্রহণ কামনা করেছেন।
আপনার মন্তব্য