সিলেটটুডে ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৯ ১১:৫১

শ্রুতির বর্ণাঢ্য রবীন্দ্র উৎসব ১৪২৬ আয়োজন

১৯১৯ হতে ২০১৯ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবর্ষ। এ উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আগামী ২২ নভেম্বর ২০১৯ শুক্রবার রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজন করেছে দিনব্যাপী শ্রুতি রবীন্দ্র উৎসব ১৪২৬ বাংলা। অনুষ্ঠান সকাল ৭ টায় শুরু হয়ে চলবে রাত ১০ টা পর্যন্ত।

দিনব্যাপী থাকবে আবৃত্তি, নৃত্য, নৃত্যনাট্য,সংগীত,একক এবং সম্মেলক পরিবেশনা, রঙতুলিতে রবীন্দ্রনাথ সহ নানা আয়োজন।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী -সংগঠক রূপা চক্রবর্তী ও রবীন্দ্র সংগীতশিল্পী রানা কুমার সিনহা।

দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনা নিয়ে থাকবে আনন্দলোক, রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, শিশুতীর্থ, সংগীত নিকেতন, সুরাঞ্জলি, সুরের ভুবন, দ্বৈতস্বর, শিল্পাঙ্গন, সংগীত মুকুল, গীতবিতান, শ্রুতি আবৃত্তি বিভাগ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, মনিপুরী কালচারাল একাডেমি মাছিমপুর। থাকবে বিপুল শর্মার পরিচালনায় ছন্দনৃত্যালয়ের নৃত্যনাট্য চণ্ডালিকা।

একক পরিবেশনায় অংশ নেবেন রানা কুমার সিনহা, আমিনুল ইসলাম চৌধুরী, শামীমা চৌধুরী, সুমনা আজিজ, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি শিল্পী হিসেবে আরও উপস্থিত থাকবেন আবৃত্তি শিল্পী রূপা চক্রবর্তী, রবীন্দ্র সংগীত শিল্পী মহাদেব ঘোষ এবং তানজীনা তমা। সকাল ১০.৩০ অনুষ্ঠিত হবে রং তুলিতে রবীন্দ্রনাথ।

দিনব্যাপী আয়োজনে আয়োজকদের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত