২১ নভেম্বর, ২০১৯ ১৫:২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাহিত্যের ছোট কাগজ ‘জলপাই’র উদ্যোগে আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আগামীকাল (শুক্রবার) ২২ নভেম্বর থেকে শুরু হয়ে আর্ট ক্যাম্পটি চলবে ২৪ নভেম্বর রোববার পর্যন্ত। উপজেলার সিরাজনগর ভূঁইয়াবাড়ি প্রাঙ্গণে এই আর্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হবে।
শুক্রবার ক্যাম্পের প্রথম দিন সন্ধ্যা সাড়ে ৫ টায় শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ে আড্ডা, গান, কবিতা পাঠ, আবৃত্তি ও চা চক্র হবে অনুষ্ঠিত হবে।
ক্যাম্পের দ্বিতীয় দিন শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত ড্রইং ও পেন্টিংয়ের প্রাথমিক পাঠ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এদিন পাঠ ও হাতেখড়ি প্রদান করবেন চিত্রশিল্পী চারু পিন্টু অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রশিল্পী চারু তুহিন।
ক্যাম্পের তৃতীয় ও শেষ দিন রোববার (২৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত আবৃত্তির প্রাক প্রস্তুতি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা থেকে আগত আবৃত্তি শিল্পীবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। এদিন ক্যাম্পে সভাপতিত্ব করবেন প্রভাষক জলি পাল।
এদিকে আর্ট ক্যাম্পটিকে সফলভাবে সম্পন্ন করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন সাহিত্যের ছোট কাগজ ‘জলপাই’র সম্পাদক জাবেদ ভূঁইয়া।
আপনার মন্তব্য