শাবি প্রতিনিধি

১২ মার্চ, ২০২০ ১৩:৫৭

শাবি ‘কিন’র সভাপতি সাব্বির, সম্পাদক আরিফুল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’ এর ১৬ তম কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহাম্মেদকে সভাপতি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এ বি এম আরিফুল বারি খন্দকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় ।

কমিটির মনোনীত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি পদে ফাইরোজ সামিহা, সহসভাপতি পদে সৈয়দ মুবিনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে বিধায়ক শর্মা, মাহবুবা মোস্তফা সৌরভী, সাংগঠনিক সম্পাদক পদে মিথিলা দেবনাথ, সহসাংগঠনিক সম্পাদক পদে হামেদ বিন ফুরকান, মো. মেহেদী হাসান নিলয়, অর্থ সম্পাদক পদে সাদিয়া রহমান, সহঅর্থ সম্পাদক পদে মুনতাসির মাহমুদ তানভীর, প্রচার সম্পাদক পদে নেপোলিওন তালুকদার, সহপ্রচার সম্পাদক পদে ফাতেমা সুলতানা বিউটি, জিনাত নুর ইমা, মাধুর্য চাকমা, শোয়াইবুর রহমান ফাইয়াজ, ডিজাইন সম্পাদক পদে মেহেনাজ সুলতানা তিশা।

এছাড়া শিক্ষা সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, সহশিক্ষা সম্পাদক পদে শাকিরা খানম শাকি, প্রভাত চাকমা, বাবলি মারমা, ইয়াসিন আরাফাত, সিদ্দাতুল ইসলাম সাব্বির, দপ্তর ও তথ্য সম্পাদক পদে রেজওয়ানুল হক রিজভী, সামাজিক সচেতনতা ও প্রচারণা সম্পাদক পদে আদিবা মালিহা, রক্ত সম্পাদক পদে ইফরাতুল হাসান রাহিম, সহরক্ত সম্পাদক পদে এরোভিন আল নাইম, সৈয়দ ইরফানুল হুদা, প্রযুক্তি ও সহায়তা বিষয়ক সম্পাদক পদে মো. শিহাব ইসলাম মনোনীত হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত