এলইউ প্রতিনিধি

২৬ মার্চ, ২০২০ ১৯:৫৮

এলইউতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরশিক্ষণ কার্যক্রমের নির্দেশনা প্রদান

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়  লিডিং ইউনিভার্সিটিতে (এলইউ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় এ ভিডিও কনফারেন্স শুরু হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য (ভারপ্রাপ্ত) শ্রীযুক্ত বনমালী ভৌমিক সকল বিভাগের বিভাগীয় প্রধান, অফিস প্রধান এবং শিক্ষকদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম কিভাবে  দূরশিক্ষণ পদ্ধতিতে চালিয়ে নেয়া যায় সে ব্যাপারে শিক্ষকদের যথাযথ দিক নিদর্শনা প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত