
০৫ জানুয়ারি, ২০২৫ ১০:১৮
মারা গেছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় নায়িকা অঞ্জনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিন সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা রহমান। পরে রক্তে সংক্রমণ ধরা পড়ে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় গত বুধবার অঞ্জনাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
মাত্র চার বছর বয়সে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে অঞ্জনার আত্মপ্রকাশ। এরপর আর থেমে থাকেননি। নৃত্যশিল্পী হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করেছেন। বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে ঢাকাই সিনেমায় কাজ শুরু করলেও তার মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ছিল দস্যু বনহুর (১৯৭৬)। তবে আজিজুর রহমানের অশিক্ষিত সিনেমায় রাজ্জাকের বিপরীতে প্রথম একক নায়িকা হিসেবে তার অভিনয়।
চার দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ঢাকাই সিনেমার তার সময়ের আলোচিত প্রায় সব নায়ক ও পরিচালকের সঙ্গে কাজ করেছেন অঞ্জনা। দেশে রাজ্জাকের সঙ্গেই প্রায় ৩০টি সিনেমা করেছেন।
দেশের বাইরে ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিম, ফয়সাল, জাভেদ শেখ, ইসমাইল শাহ, নেপালের শিবশ্রেষ্ঠ ও ভুবন কেসির সঙ্গেও অভিনয় করেছেন এই নায়িকা। গাঙচিল ও পরিণীতা সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তার অভিনীত অন্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে মাটির মায়া, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, আনারকলি, বিচারপতি, আলাদিন আলীবাবা সিন্দাবাদ, অভিযান, মহান, রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা।
নব্বইয়ের দশকের শুরু থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন অঞ্জনা, ২০০৮ সালে মুক্তি পায় তার সর্বশেষ সিনেমা ‘ভুল’। নির্মাতা আজিজুর রহমান বুলিকে বিয়ে করেছিলেন অঞ্জনা।
আপনার মন্তব্য